হলদে পরী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে হলদে পরী ভাল থেক
আর কস্মিনকালেও বলবো না,
যে আমার সাথে কথা বলো
তোমার হলদে রঙ্গ চোখ ঝলসে দিয়েছিল।
.
মনে মৃদঙ্গ বাজিয়েছিল
হে তিলোত্তমা আমায় মার্জনা করিও,
পারলে করিও ক্ষমা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।