হে গোলাপ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে গোলাপ তোমার ভালবাসা দাও
তোমায় একটু ছুঁইতে দাও,
তোমার স্পর্শ চাই
নচেৎ তোমার কাঁটা দিয়ে ক্ষত- বিক্ষত করো আমার শরীর?
.
তবু একটু ভালবাসা দাও
জানবো তোমার পরশ পেয়েছি,
তোমার ভালবাসা পেয়েছি
তোমার ভালবাসায় রঞ্জিত করে দাও
হোক না ক্ষত- বিক্ষত শরীর?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।