পাবনা বাতায়ন
- ফাইয়াজ ইসলাম ফাহিম
.
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে গেলাম বঙ্গ বিজ্ঞানীদের বললাম আমায় হাড়- অস্থি যাতা কলে পিসে পরীক্ষীত ইক্ষুর সঙ্গে মিশিয়ে আমায় ভালবাসার শরবত বানিয়ে দিন!
.
আমার প্রিয়সী ফাতেমার মন হার্ডিঞ্জ ব্রিজ এর মতোন
শরবত হয়ে তার মন কাঁপাবো ভালবাসার ঢেউ তুলবো তার মনে।
.
কিন্তু বঙ্গ বিজ্ঞানী আমার কথা রাখলো না হেমায়েতপুর মানসিক হাসপাতালে ভর্তি হতে বললো, পাগল বলে উপহাস করলো?
.
১৮৩২ সালে আমার জন্ম হয়েছিল কিন্তু বেঁচে থাকতে পারিনি
আমার প্রিয়সী কে ভালবাসতে পারিনি,তারে আমার ঘরণী করতে পারিনি!
.
যমুনা, পদ্মা, আত্রাই,বড়াল,ইছামতি নদীতে ডিঙি নৌকা বায়ে প্রিয়সীর হাতে হাত রেখে কত না সুখ-দুঃখের গল্প বলতাম,কিন্তু আমার বেঁচে থাকা হল না
প্রেমের অবরাধে মাথা নেঁড়ে করে আমায় ২৩৭২ বর্গ কিলোমিটার জায়গা ঘুরতে বলা হয় শত লোকের বঞ্চনা সইতে হয়!
.
কিন্তু মনের সঙ্গে যুদ্ধে পারিনি তাই আত্ম হননের পথ বেঁচে নিয়েছিলাম কিন্তু ভালবাসা আমায় তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে শক্তি যোগায়?
.
পাবনা সদর,সাঁথিয়া,ঈশ্বরদী,চাটমোহর,ফরিদপুর,
আটঘরিয়া,সুজানগর,ভাঙ্গুরা ও বেড়ার মোট ৪২.৪৪%মানুষ আমার ভালবাসার পক্ষে রায় দিয়েছিল কারণ তারা ভালবাসা বুঝতো,কিন্তু শেষ রক্ষে হয়নি আমার!
.
আমায় খুন করে ৭৩ টি ইউনিয়ন ১৫৪৯ গ্রামে আমার অস্থি- হাত শরীরের গোশত্- মাংস ছিটিয়ে দেওয়া হয়!মাটিতে পুতে ফেলে রাখে?
.
আমি বিধাতার কাছে পুনর্জন্মের আবেদন করি বিধাতা আমার আর্জি শোনেন,আজ আমার একুশ বছর, খোয়াবে আমার পূর্ব জনমের ইতিহাস জানতে পারি!
.
সেই পাবনার ফরিদপুরের ডেমরা গ্রামে গেলাম আমার প্রিয়সী ফাতেমা কে দেখতে ও কেমন আছে,অনেক মানুষ কে বললাম
ও কি আছে সবাই পাগল- উন্মাদ বলে উপহাস করলো!
.
কেউ ফাতেমা কে চেনে না?গৌড় বর্ণ, দীঘল কেশ,পদ্মলোচন আঁখি বিস্তারিত বর্ণনা দিলাম কেউ চেনে না সবার এক কথা কোথাকার কোন পাগল আইছে আমাদের গ্রামে!.
.
তাই নিরুপায় হয়ে প্রিয় গাইবান্ধায় ফিরলাম?
.
(কাল্পনিক)
.
পাবনার জেলার সৃষ্টি, আয়তন,নদীর নাম,উল্লেখ যোগ্য স্থান, সাক্ষরতার হার,উপজেলা,ইউনিয়ন- গ্রাম জানতে পারবেন,?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।