পরম প্রেমময় হে জ্যোতির্ময়
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

পরম প্রেমময়, হে জ্যোতির্ময়!
তুমি যে প্রাণের দেবতা,
তব নাম স্মরি, এ জীবন তরী
ভাসালাম হে পরমপিতা।


এ ক্ষুদ্র হৃদয়ে, তব নাম নিয়ে
যাত্রা হোল মোর শুরু।
মোর জীবনের ধ্রুবতারা প্রভু
তুমি পরম সদ্ গুরু।


পরম দয়ালের শ্রী চরণেতে
থাকে যেন মম মতি,
শ্রদ্ধা ও ভক্তি, অটুট থাকুক
শ্রীশ্রীঠাকুরের প্রতি।


প্রণাম আমার নিও গো ঠাকুর
প্রণাম আমার নিও,
বিনিময়ে শুধু চাই না কিছু
শ্রীচরণে ঠাঁই দিও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।