সাগরিকা প্রেম
- অরুণ কারফা
আমি চেয়েছিলেম প্রেমিকা হবে
অশান্ত সাগরের ঢেউয়ের মত
ভয় পাবে না কোন কিছুতেই
ঝড় ঝাপটা আসুক যত।
আমি চেয়েছিলেম বিপদে আপদে
মাথা সে তার তুলবে উঁচিয়ে
বিপক্ষের গর্জনের চেয়েও বেশী
তারস্বরে আরও উঠবে চেঁচিয়ে।
আমি চেয়েছিলেম বিপদ কাটলে
সে হবে এক পরমাত্মীয়
প্রশান্ত সাগরে সফেদ ফেনা
যেমন নীলের মাঝে প্রিয়।
তার চেয়েও যা চেয়েছিলেম বেশী
সে তার প্রবল শক্তি দিয়ে
ধূলিসাৎ করবে অসাম্যের চূড়া
সমাজ জীবনে যা উঠছে গজিয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।