মনের ভ্রম
- প্রবীর রায়
আমি কাঁদছি,বসে কাঁদছি
একা কাঁদছি,আঁখি মুচছি
জল সামনে,আগুন পেছনে
ভয় অগ্রিমে,মৃত্যু সেখানে।
আমি কাঁদছি,আড়ালে কাতরাচ্ছি
বসে ভাবছি,কবিতা লিখছি
আঁধার সামনে,সবার শাসনে
পথে কাঁটা,প্রেম হারাচ্ছি।
আমি কাঁদছি,কিছু না পাচ্ছি
আলো নিভিলো,ঘুম ভাঙিল
দেহ কাঁপছে,আঘাত হানিল
সত্য মিথ্যে,মিথ্যে সত্য
হলো কেমনে,দিশা খুঁজছি।
বড় অসহায়,সাথে নিরুপায়
স্বপ্ন ভাঙিবে,ঝর নামিবে
আমি ভাসছি,মোহে হারছি
চলে যাচ্ছি,বলে যাচ্ছি
দুখ ভুলিয়ে,সাহস হারিয়ে,আমি ভীরু প্রায়।
আমি ভুলছি,ফিরে চাচ্ছি
কেন এমন হচ্ছে,তা জানিনাতো
কি পাচ্ছি,রাজ খুলছি
কেন দুলছি,কোন লালসায়
বন্দী কারাগার , কভু মানিনাতো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।