পরীর প্রেমে কবি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

পরী এলোকেশ ছড়িয়ে বসে আছে
প্রেমের পালঙ্কে পাদপদ্ম রেখে!
আনমনা হয়ে কি যেন দেখছে
পরীর গম্ভীরতা দেখে কবি নীরব
কবে যে পরী হবে যে সরব?
.
পরী তির্যক তাকিয়ে কবির মনে ভালবাসা দেয় আকিয়ে!
পরীর চোখ দুটো নীল পদ্ম মনে হয় প্রেম সরবরে ফুটেছে সদ্য
পরীর চোখে ভালবাসা দেয় উঁকি
কবি কিছু বোঝেনা ও যে বড্ড দুঃখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।