'নানা রঙ্গের মানুষ'
- ফয়েজ উল্লাহ রবি
নানা রঙ্গের মানুষ আমার নানা রঙ্গের মত
একে একে তিন হয় যখন! মানে না নত!
মানুষের বাজারে খুঁজে মানুষ হচ্ছি বড় ক্লান্ত,
কোথায় পাব সে মানুষ আমি হবো বল শান্ত।
মানুষ তুমি নানা রঙ্গে ঘুর সারা বিশ্বময়
দিনে-দিনে তোমার মনুষ্যত্বের হচ্ছে ক্ষয়।
রাখ কি খবর তোমার!
যা ভাবছ তোমার তা কিন্তু তোমার নয়।
ভাল মানুষ আমি চিনতে গিয়ে বার-বার করি কেন ভুল,
ভুল মানুষকে করলে বিশ্বাস দিতে হয় ভুলের মাশুল।
মানুষ নামের মানুষ খুঁজে ক্লান্ত মানুষ!
খুঁজে-খুঁজে না পেলে হারায় শুধু হুঁশ।।
মানুষের মাঝে আমি মানুষ খুঁজে,
এতো মানুষ! তবু পেলাম না বুঝি।
শুধু হাড্ডি মাংসের মানুষ মিলে
সেই মানুষে; মনুষ্যত্ব নাই দোলে।
মানুষের বাজারে মানুষ কোথায়
চল বন্ধু হাতে-হাত চল হেথায়।
রঙ্গের মানুষ নানা রঙ্গের সমাহার
মনুষ্যত্ব নেই আজ! মানুষের হার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।