'সত্য-মিথ্যে' - দুই
- ফয়েজ উল্লাহ রবি

সত্যি কথার নাকি ভাত নেই ইদানীং বলে লোকে,
মিথ্যে যে ভাত খায়, তা কি হালাল? কাঁদে শোকে।
তবু সত্য সেতো মহান কিছু; জয় কিন্তু অবশেষে,
মিথ্যে হউক যতোই ক্ষমতাধর হারবে পরিশেষে।।

মিথ্যে দিয়ে সত্যের ঋণ যায়না করা শোধ,
সত্য সেতো নেবেই নেবে আপন প্রতিশোধ।

কাঁদে মন সদায় যখন-তখন অনিয়মই হয় নিয়ম!
বিচারের বাণী আদালত পাড়ায় মৃত্যুময়, এ নির্মম।

কাব্য ভাষায় জানাই ধিক্কার কি আছে আর করার,
আমরা যদি ঘুমিয়ে থাকি আসবে কে দেশ গড়ার।

ভালো- ভালো যদি চলে দিন নেই কোন অভিযোগ,
ভালোর নামে মন্দ চলে তবে করবো কিন্তু অসহযোগ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।