অপেক্ষা
- ফয়েজ উল্লাহ রবি

উপরের তলায় বসে সাধু
ভালই চালায় দেশ,
বেকার ঘুরে রাস্তা-ঘাটে
মন্দ নয়তো বেশ।

ভাল মানুষ সেজে মশাই
তলে করে মন্দ কাজ,
কোটি টাকা কামাই করে
নাই এতো টুকু লাজ।

কারে যে কব এই কথাটি
তারে খুঁজে না পাই,
বিচার দেব কার মাজারে
ভাল বিচারক নাই।

জাগবে কবে বাংলার যুবা
আনবে মনে আলো,
মন্দ যতো দূর করে সে
হারাবে যতো কালো।

ঊষার আশে বইসা থাকি
কখন হইবো ভোর,
আসবে আলো ফুটবে ফুল
দূর হবে সব ঘোর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।