জয়ী হবো
- প্রবীর রায়
আজকে আমায় তোমরা তুচ্ছ ভাবছো
একদিন তো আমি বড়ো হবোই,
আর সেদিন জনগণ দেখবে চেয়ে
মন নিঠুর হয়,হয়না কেহ।
কিন্তু আমি একটুও বদলাবো না
যা পরিবর্তন হবে তা এ চেহারার,
উন্নতির শিখরে জ্ঞান,বাড়বে চাহিদা
পাশে সদা বিরাজিবে এ দেহ।
যখন সেও আর সাথ দেবে না
পঙ্গু হয়ে যাব গহিনে কাতরাবো,
সব আছে সব থাকবে কিন্তু নিরুপায়
জীবন যেন এক বড়ো যুদ্ধ।
আমি সাহসী কভু হারবো না
ভাবি কিছু কি বদলেছি,
প্রশ্ন করি নিজেকে,কেন সব
লোভী,স্বার্থপর,হিংস্র ও ক্রুদ্ধ।
কৌতূহলে বিচলিত উগ্র উৎসাহ
কখনোবা ঠেলে দেয় গভীর গর্তে,
তবে কি উপায়ে নিস্তার পাবে বাস্তবে?
মূল পরিণাম মানুষ নিজেই।
যদি এগোতে পারি উজ্জ্বলতা ফিরে পাবো
একদিন বিজয় পতাকা শীর্ষে ওড়াবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।