বানভাসি-দুই
- ফয়েজ উল্লাহ রবি
মানবিক বোধ সে তো মরে গেছে ক'বে,
কাঁদে না মানব, মানব এ জন্য যবে
এই পৃথিবী ধ্বংস হবে রবে না কিছু
রং তামাশা থামবে, সব কিছু যে মিছে।
ইঁদুর কাটেছে বাঁধ সরকার কেন দোষী
আমরা শুধু গন্ধ খোঁজি বেশি-বেশি,
উন্নয়নের জোয়ার বহে দেখছেনা কেউ
বানে এলে লোক করে গেউ-গেউ।
মানবিকতা হারিয়ে গেছে বানের জলে ভেসে গেছে
কঠিন রাগ পাচ্ছে বড্ড, জলের তলে সেলফি নাচে।।
আমার আমি ভাল আছি ওদের কথা ভাবছে কে
দেশে বাড়ছে অগ্রগতি -- আমি সামনে যাব যে।
ক্ষুদার জ্বালায় কাঁদে শিশু থাকার জায়গা নাই
নেতা-খেতা মজে আছে খোঁজে যে না পাই।
সব বরাদ্দ খেয়ে তিনি ভুড়ি করেছেন বড়
মানবতা জাদুঘরে গরীব যারা তোমরা মরো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।