বানভাসি-চার
- ফয়েজ উল্লাহ রবি

মনটা তো ভাই মাটির তৈরি
দুঃখ-সুখে কাঁদে,
দেখলে দুঃখি মনের কোণে
মায়া বাসা বাঁধে।
তোমার-আমার ভালই কাটে
দিন নিজ নীড়ে,
বানভাসিদের সব কিছুই
নিল বন্যা কেঁড়ে।
আসুন সবাই নিজের থেকে
করি কিছু দান,
মানুষ হয়ে মানুষের সেবায়
করি আত্মদান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।