নেতা-দুই-তিন
- ফয়েজ উল্লাহ রবি

নেতা তিনি দেশের কর্তা তিনি ভাগ্য বিধাতা
তাহার ইশারায় চলে দেশ, তিনি খাদ্য দাতা
যা বলে তা হয় যে আইন, কাঁদে দেশ মাতা
আমজনতার কথা কেউ শোনেনা - গুনে মাথা
মাথা বেচে অর্থ কামায় তিনিই মহান নেতা
সাধু সেজে ভদ্র সমাজ গরীব খায় জাঁতা।
মাঝে-মধ্যে দু'একজন গর্জে উঠে বলে কথা
থামিয়ে দেয় কণ্ঠ ওদের কাঁটা যায় মাথা।।

ন্যাতা মশাই জাইন্না গেছে
মাইর কয় কারে,
ভোটের আগে বড্ডা কথা
ভুলি ক্যামনে তারে।
লুট করে গরীবের ধন
গড়ে টেকার পাহাড়,
শেষ বেলাতে কি নিবে সেই
মিলবে না যে আহার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।