এবং স্বাধীনতা
- ফয়েজ উল্লাহ রবি

বলার ছিল অনেক কথা
মুখটি ছিল বন্ধ,
দেখার ছিল অনেক কিছু
চোখ যে ছিল অন্ধ।

শুনার ছিল অনেক কিছু
সাজাগ ছিল কান,
ছিল ভয় অনেক মনে-প্রাণে
হয় যদি অপমান।

দূর হয়েছে মনের ভয়
সুযোগ অনুকূলে,
সাহস যখন এলো মনে
বলবে সব খুলে।

মন যদি কয় সত্য বলো
কভু মিথ্যে নয়,
যা হারানোর আগেই গেছে
সত্যের হয় না পরাজয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।