অবাক কথা
- প্রবীর রায় - ছোটদের কবিতা

শুনছো দাদা!
ঐযে হোথা গাছের ডালে,
কাকগুলো সব থাকে,
নিজের রুপে ফিদা হয়ে,
রোজ তালে-তালে,
কা-কা সুরে ডাকে।
দেখি আবার ওরার সময়,
সর্তক সদা থাকে,
একটু বিপদের ইঙ্গিত পেলে,
জীবন নিয়ে ভাগে।
তাদেরও ভীষণ খিদে পাই,
সদাই মুখ নড়ে,
খাবার না মিললে যেন,
বাড়ি মাথায় করে।
এর ঘর থেকে ওর আঙিনা থেকে,
দানা চুরি করে,
মজার সুখে দূর বাসাতে,
ছানার সাথে উদর পোরে।
চক্ষুঃ নাকি আপনি বোজে,
ঘুমটি তেমন পেলে,
হেলে দুলে নিরিবিলে,
এদিক ওদিক টলে।
তৃষ্ণায় মগজে বুদ্ধি বাড়ে,
নদী পথে ছোটে,
অবাক হয়ে ভাবতে লাগে,
পৃথিবীটা বেশ বটে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৮-২০১৭ ১৭:৫৭ মিঃ

ছোটদের মজার কবিতা