ভয় পেয়োনা
- প্রবীর রায়

বহু গ্রাম বহু শহর ফেলে,যেতে হবে বহুদূর চলে,
মৃত্যুকে কেউ করোনা ভয়,
মৃত্যুতে হবে সেদিন সকলেরই জয়।
হৃদ পাখিটি পালাবে একদিন,হার ভেবোনা তখন,
রোগ ব্যধিতে জড়াবে,এই সুন্দর দেহ যখন।
ভয় পেয়োনা,ভয় পেয়োনা ওহে মানব গণ,
ভীত হলে কমজোরি টা,হবে মৃত্যুর কারণ।
জীবন হলো বরই কঠোর,সুখ,দুঃখ করে সফর,
বাঁচতে হলে নাও পণ,মনের জোর শ্রেষ্ঠ জোর,
গায়ের বল মূল্যহীন,বুঝিবে সেদিন তার পরিণাম,
সবক্ষেত্রে জোর খাটেনা,সময়েতে ঘটে কাজে না।
তখন জাগাও মনের জোর,কদাচিৎ যেন ভুলোনা,
সর্বাঙ্গে জাগে শক্তি,এ মুহূর্তের নেই তুলনা,
হারিয়েছে জ্ঞানের নাড়ি, হারিয়েছে সুখ যে সাড়ি,
বাড়িয়েছ দুঃখ ভুঁড়ি,করলো সবার সাহস চুরি।
ভয় পেয়োনা,ভয়ে ভেগোনা,এই দুর্গম পথ,
পথ ফুরোলে পাবে দিশা, আগামীর মনোরথ,
ভয়ের কারণ একরাশ অলসতা,ফল শেষে মরণ,
ঝেড়ে ফেলো ভয় সাহস মানিক লয়ে,
করহে নবীন বরণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৮-২০১৭ ১৩:১৬ মিঃ

কখনো ভয় করোনা, গায়ের জোরে সব মেলেনা, মনের জোর হলো আসল
জোর,এর দারাই সব কিছুকে তুমি জয় করতে পারবে।