'মেঘ'
- ফয়েজ উল্লাহ রবি

মেঘ করেছে আকাশ মাঝে এই আসবে বৃষ্টি,
সাজলো কানন নব পুষ্পে ফেরেনা যে দৃষ্টি।

টাপুর-টুপুর বৃষ্টি পরে নদীতে এলো বান,
ক্ষেতের ফসল ভেসে গেল হারাচ্ছে পশুর জান।

বৃষ্টি পরে টাপুর-টুপুর মনে বাজে সুরের নূপুর।
একেলা বসে মধ্য দুপুর ডুব দিয়েছি গ্রাম্য পুকুর।
বাজে গান ধাপুর-ধুপুর হারায় মন অনেক দূর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।