মেঘের নামে চিঠি
- ফয়েজ উল্লাহ রবি

মেঘের নামে চিঠি দিলাম
ঠিকানা দিলাম আকাশের
নানা রঙ্গের লেখা গুলো
যায়না যেন মুছে বাতাসে।

হে জবাব দিও পত্র পেলে
আমি অপেক্ষাতেই রই,
মেঘ তোর প্রেমে ডুবে দিয়ে
করলাম আমি তোরে সই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।