স্বপ্ন ছোঁয়ার ছলনা
- ফয়েজ উল্লাহ রবি
জলে-জলে খেলা করে
বর্ষারই মৌসুম,
বানের জলে ভেসছে
স্বপ্ন ভাঙ্গার ধুম।
সব হারানোর দলে
লক্ষ হাজার লোক,
দুঃখ দিনে সুখ বীণে
আছে শুধুই শোক।
বুক ফাঁটা কান্না করে
মনের ভেতর ক্ষোভ,
নয়ন জলে বন্যা হবে
থামে মনের লোভ।
সুখতো সোনার হরিণ
যায়না তারে ধরা,
স্বপ্ন ছোঁয়ার ছলনা
যাচ্ছে লোক মারা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।