চিঠির জবাব দিও!
- ফয়েজ উল্লাহ রবি

মেঘের কাছে চিঠি দিলাম
বন্ধু তুমি কেমন আছ?
দূর আকাশে একলা মনে
তুমি কেমন করে বাঁচ।

চিঠি আমার জবাব দিবে
সেই অপেক্ষায় আছি,
তুমি ভাল আছ খবর পেলে
খুশিতে সারা দিন নাচি।

চলে গেলে সেই যে দূরে
আজ আছি পথ চেয়ে,
ফিরে এসো বন্ধু, আগমনী
সে গান যাচ্ছি গেয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।