সুর্য মহিমা
- প্রবীর রায়

দূর আকাশে সুয্যি মামা পড়নে লালজামা,
আলোর ঝরনা সাথে লয়ে দেয় ধরাতে হামা,
পুব আকাশে উদীয়মান নিলে নিলময় জগৎ,
বিপরীতে ঘুমোতে যান আমাদের তরে তিনি বড় সৎ।
জীব-জরকে সাক্ষী করে কর্মে রত হও,
জীবনের তরে আগামীর পথে অগ্রগতি বও।
কালিমাতে মন ভীত হলে তুমি থাকো পাশে,
পালায় দত্যি ক্ষেমতা দেখে তোমার ভক্তির বশে।
চলছে যুগ তোমাকে ঘিরে স্নেহের এবাস নীড়ে,
তোমাকে প্রণাম ঈশ্বর তুমি স্রষ্টা তুমি তুমি অন্তর্যামী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।