সব আছে নেই
- ফয়েজ উল্লাহ রবি
যদিও মুখ আছে সবার বলে না সে কথা,
কী বলে ফের ঝটলা বাধে কাঁটা যায় মাথা।
চোখ আছে তবু দেখেনা অন্যায় হলে কিছু,
পাপী যদি তার ঢাকতে পাপ; নেয় গো পিছু।
কান আছে তবু শোনেনা কেউ নির্যাতিতের আর্তনাত,
শোনলে পরে বলতে হবে এই যে বড় সর্বনাশ।
মনতো সবার শরীরের করে বসবাস,
বিবেক সে ঘুমিয়ে আছে পাথরে আবাস।
মন যে একটা কোমল বস্তু ক্ষুদ্রঘাতে কাঁদে,
সল্প পাওয়ায় হাসে সে অল্পতে ঘর বাঁধে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।