'চুপচাপ'
- ফয়েজ উল্লাহ রবি
দেখে অন্যায় চোখ দুটো
থাকে তবু চুপ,
নিজের মনে যুদ্ধ চলে
ক্ষোভে জ্বলে খুব।
সত্য হারে মিথ্যে জিতে
বলার নেই কিছু,
পরাজয়ে জীবন চলে
হার নেয় পিছু।
সাহস করে পা বাড়ালে
হবে না তো হার,
নির্যাতিত সব এক হলে
মারার সাহস কার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।