নেতার কীর্তি
- প্রবীর রায়

"আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসিনি,
আমি এসেছি প্রেম দিতে আর প্রেম পেতে"
গ্রাম্য পরিবেশে ভোট দ্বারা নেতা নির্বাচিত হন,
বহুদল সিংহাসন পেতে লড়াই এ মত্ত রন,
ভোট পূর্বে সকল দলের মিছিল নিত্য করে গমন,
চোশমখোর নেতারা যত আজগুবি দেন ভাষণ।
মিছিলে যারা উপস্থিত রন,
তাদর ভরপেট করান ভক্ষণ,
কারোর হাতে দেন দারু,কারোর হাতে টাকা,
স্বার্থের খাতিরে মেথরকে বলেন দাদা,কাউকে বা কাকা।
সকলের আবাসনে গিয়ে সুমিষ্ট আলাপ করেন,
ভোটগুলি পাবার তরে নেতারা পায়ে হেঁটে চলেন,
এক প্রার্থী জয়ের লাগে অন্যের বিপক্ষে মিথ্যে গুজব রটে,
এই কি তাদের জয়ের রীতি?
কেউ দেয় পিকনিক কেউবা খেলার আসবাব,
এরই নাম হলো সামাজিক রাজনীতি।
এইভাবে অতিবাহিত হলো ভোট পূর্ব দিবস গুলি,
কেউ মাখলো চুনকালি কেউবা পদধূলি,
অতঃপরে দণ্ডায়মান হইলো ভোটস্থ পর্ব,
কারোর লাজ নেই করেন আবার গর্ব।
নারী-পুরুষের ভোটকেন্দ্রে গমনের তরে রিক্সা গাড়ির বন্দোবস্ত করে,
আনন্দেতে মেতে উঠে তাতে সকলে প্রত্যাগমন করে,
যাবার পূর্বে জোয়ানদের দেয় একখানা কাগজের ফলা,
ভোট দিয়ো আমারে নইলে বিষম হবে চলা।
বন্দুক ও বোমা লয়ে চলে হোট্টগোল,
বেকার মেটাবো আমি আনিব সু পল,
আলো দেব জল দেব উন্নতি করিব,
মা-বোনদের স্বাধীন নির্ভয়ে চলতে আইন গড়াবো।
এইভাবে শেষ হলো ভোট দেবার পালা,
পরদিন আসিল ফলাফল ঘোষণার ডালা,
অন্তে যে প্রার্থী করিল জয়, আনন্দে উল্লাসে অবিরাম বাজি ফুটাইতে রয়,
পরাজয় দলরা হেরে রইলেন নীরব,খানিক পড়ে লাগিল মহা কলরর।
এইভাবে কেউ হলেন প্রধান কেউবা সাংসদ,
কেউবা হলেন আবার জেলা পরিষদ,
এখন পেল তারা গ্রাম শাসনের শক্তি,
কেউ হলেন ধান্দাবাজ কেউবা লোভী, কারোর তো 'মান নেই নেই কোনো ভক্তি।
হাতের মুঠোয় পঞ্চম বছর যাপাই তা লুটে নেয়,
তাতে তাহার চৌদ্দ পুরুষ বসিয়া খাই,
সিংহাসন পেয়ে বাড়িল অরাজকতা,
চিনিতেছে না আজ জনতাকে একি নেতাদের মানবতা?
সরকারি সব সুযোগ সুবিধা আসিল তাদের হাতে,
দেয়নাকো তারা ক্ষুৎ পিপাসাগ্রস্থ পতিতদের,
লুটে দেয় তা ধনীদের।
যার ওপর দীনের অধিকার আত্মসাৎ করে অসাধু,
গরীব অসহায় থাকছে অনাহারে দিবা-রাত্র অবমাননা সহ্য করে,
তারা যে আহার নষ্ট করেন দেন বিড়াল -কুকুরে,
সাধুবেশে দেয়নাকো তা অনাথ-বুভুক্ষুরে।
মিথ্যের তরে রুখে দারাও সবে একসূরে করো হাজ্ঞার-স্ট্রাইক,
চলিবোনা আর তাদের অধীনে বইবোনা আর ডিপ্লোম্যাসি,
তাই সকলের তরে মম আহ্বান নেও সকলে একটাই পণ,
বলিতে হবে সত্যমেব জয়তে পিছু যাবনা কভু মোরা,
ক্ষনিকের তরে দন্ড বিধানের ভয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০৮-২০১৭ ২৩:৪৪ মিঃ

একটি নেতার যাযা বাস্তব চরিত্র সব তুলে ধরলাম এ কবিতায়