সাধু রুপে অসাধু
- প্রবীর রায়
বাবা আর নবীর রুপে করছে মানুষ বশ,
নিত্য দিনে নিরীহ নারীর করছে ফলের রস,
সকালে একজন মধ্যাহ্নে অন্যজন চলছে রদবদল,
বিষ পাণে মত্ত ঔষধ রুপে বিষাক্ত সব ছল।
আশ্রম হলো শুদ্ধ স্থান আয়েশ নোংরামির নয়,
অসহায় নারী আজীবন বয় নিজ দেহ করে ক্ষয়,
শকুনি মানব ভক্ষণ করেন জীবিত সব প্রাণ,
যাহারা সঁপেছেন মন দেবতারে করেছে অসাধু ধর্ষণ।
মানুষতো নয় নর রাক্ষস নরকের অধম কীট,
ঈশ্বর ভেবে ভণ্ডামি ছড়ায় দাজ্ঞায় বিলোয় মিট,
মুখোশ আড়াল ভেঙে জনগণ করো সবে প্রতিবাদ,
শাস্তি দেবো এই ধরাতে বাঁচাবো সব জাত।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৭-০৮-২০১৭ ১৬:৪১ মিঃ
আশ্রমে ও অন্য কোন পবিত্র স্থানে যেসব সাধু ভন্ড সেজে নারী দের ধর্ষণ করছে ও ব্যবহার করছে তাদের প্রতিবাদে এই কবিতা

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।