'মানবতা'
- ফয়েজ উল্লাহ রবি
মানবতা হউক জয়ী
এইতো শুধু চাই,
মানুষের মাঝে এখন
মানবতা নাই।
পশুর চেয়ে জঘন্য
আজ মানুষ হয়ে,
ধর্মের নামে যুদ্ধে
রক্ত শুধু বয়ে।
যে যার মতে থাকুক
না করে আঘাত,
নিজের কথা ভেবে চল
চাইনা রক্তপাত।
তোমার মাঝে স্বর্গ-নরক
তোমাতে পাবে সুখ,
ভাল করলে ভাল পাবে
মন্দ করলে দুঃখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।