ঔদার্যিক সীমাবদ্ধতা
- অরুণ কারফা
সে অর্থে আমি এক ক্ষুদ্র মানুষ
ভালোবাসি ছোট্ট ছোট্ট জিনিসকে
জ্যোৎস্নার আলো লাগলেও ভালো
হাত বাড়াই না চাঁদের দিকে।
তাই যখন দেখি প্রিয়ার বাগান
ভরে যায় কি ভাবে জ্যোৎস্নায়
বিমুগ্ধ চিত্তে মাথা করি নত
শ্রদ্ধা রেখে প্রকৃতির লীলায়।
হ্যাঁ, আমার প্রিয়াও অহংকারী নয়
তারও আছে এক প্রশস্ত হৃদয়
জ্যোৎস্না পাক বা না পাক বাগানে
এমন কি অমানিশায় ভালবাসা বিলায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।