ইচ্ছে ছিল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ইচ্ছে ছিল তোমার হাতে রেখে হাত অজানার পথে চলবো
আমার গোপন সব কথা তোমায় মন খুলে বলবো,
ইচ্ছে ছিল তোমার দীঘল কেশ বিনুনি করে দিবো
তোমার আলতো হাতের পরশ নিবো ইচ্ছে ছিল বড্ড ইচ্ছে ছিল।
.
ইচ্ছে ছিল তোমার বুকে মাথা গুজে ঘুমাবো
তোমার আদর- ভালবাসা- সোহাগ নিবো,
ইচ্ছে ছিল তোমার চোখে চোখ রেখে দিনমান কেটে দিবো
ইচ্ছে ছিল তোমার মিষ্টি কন্ঠের ক'টি গান শুনবো ইচ্ছে ছিল বড্ড ইচ্ছে ছিল।
.
ইচ্ছে ছিল তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিবো বার মাস
তোমার বুকে করতাম আমি ভালবাসা চাষ,
ইচ্ছে ছিল তোমার সারা অঙ্গ ছুয়ে দিবো
ভালবাসার ঝড় বয়ে দিবো ইচ্ছে ছিল বড্ড ইচ্ছে ছিল।
.
ইচ্ছে ছিল তোমায় ঘরণী করবো
খুনসুটি ঝগড়া করবো,
ভালবাসায় রাঙিয়ে রাখবো তোমায় সারা জীবন
ইচ্ছে ছিল আমার বড্ড ইচ্ছে ছিল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৮-২০১৭ ২১:২৮ মিঃ

ইচ্ছে ছিল তোমায় ঘরণী করবো
খুনসুটি ঝগড়া করবো,
ভালবাসায় রাঙিয়ে রাখবো তোমায় সারা জীবন
ইচ্ছে ছিল আমার বড্ড ইচ্ছে ছিল।