না না না
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমায় ভালবাসতে চাই তবুও না
তোমার কাছে আসতে চাই তবুও না
তোমায় স্পর্শ করতে চাই তবুও না
তোমার পাশে বসতে চাই তবুও না
তোমার বুকে মাথা গুজে ঘুমাতে চাই তবুও না
তোমায় আদর যত্ন- সোহাগ করতে চাই তবুও না
তোমায় বিবাহ করতে চাই তবুও না
তোমায় দেখতে চাই, তোমার বিধুমুখী মুখ পিক চাই তবুও না
সবিতে না! না! না!
তুমি তো তো কবিতার পাগল আমার পাগল না
খামোকা তোমার দ্বারে কড়া নেড়ে তোমায় বিরক্ত করবো কিসে!
বল হে পরী তুমি একবারও ভেবেছ আমার কথা
কি বয়ে চলছে আমার মাঝে,
আমি কষ্টের কথা বলি না শরম- লাজে
আমার এ বক্ষে কষ্টের মৃদঙ্গ বাজে!
তমুল ঝড় বইছে তোমায় হারানোর বেদনায়
তা কি নেই তোমার চেতনায়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৮-২০১৭ ২১:২৯ মিঃ

ভালবাসতে চাই তবুও না
তোমার কাছে আসতে চাই তবুও না
তোমায় স্পর্শ করতে চাই তবুও না
তোমার পাশে বসতে চাই তবুও