এমপি-মন্ত্রী
- ফয়েজ উল্লাহ রবি

মসজিদ খায় মন্দির খায়
খায় বানভাসির টাকা,
মিষ্টি কথার ঝুড়ি মনটা কাঁড়ে
থাকে প্রসাদ গড়ে ঢাকা।
একবারই আসে ভোট চাইতে
ভোটের পরে যায় ভুলে,
পাবলিক আশার প্রদীপ ভাবে
দাগা দিয়ে সে যায় দিলে।
চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে
নিজের সাম্রাজ্য গড়ে,
দেশের গরীব দুঃখি প্রজারা
পথে-ঘাটে না খেয়ে মরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।