সহানুভূতি
- প্রবীর রায়
একযে ছিলো সুখের রাজা,আনন্দ করে খেলা,
জন্মদাতা দের হারিয়ে তিনি,পরকে করেনা হেলা।
থাকতেন তিনি একলা ঘরে,কেউযে নেই পাশে,
ভিক্ষুক দের কষ্ট দেখে,ভোজনে ডাকেন বাসে।
নিত্য তিনি পশু-পাখিদের, দিতেন খেতে দানা,
সবলরা কভু দুর্বলেরে,দেয়না ব্যথা হানা।
অবুঝ দের মনে যদি,অফুরন্ত মিল ঝাঁকে,
মানুষ তো পরিপুষ্ট, কেন তবে অহংকারে সব ঢাকে।
জীবন নগরে সত্য সাথী সে,যে সকলের দুখ-দরদ বোঝে,
শেখো মানব সহানুভূতি জাগাতে,তাতে পাবে সান্ত্বনা সে তোমাতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।