ভ্রূণের হক
- প্রবীর রায়
আমি ভ্রূণ, নই গঠিত শরীর,
গড়েছো মোরে, তোমাদের ঔরস নীড়।
আমার নেই স্বাধীনতা, আমি বন্দী মাতৃ গর্ভাশয়ে,
আমার অচল অধিকার,আমি নারী বলে ভয়ে।
এখনো আঁখি বদ্ধ আমার,লিঙ্গ কিবা জানিনা,
ডক্টর রিপোর্টে বলেন মেয়ে,পিতা ক্রোধে কন মানিনা।
কেন আমার বাঁচার হক নেই?মেয়ে আমি ছেলে নই!
তাঁরা যা পারে এযুগে এখন,পারিব আমি পণ লই।
আমি বাঁচতে চাই, এগোতে চাই, সমাজ রও চুপ,
আমাকে করোনা হত্যা,নইলে সৃষ্টি হইবে ধ্বংস স্তূপ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।