সাজা
- প্রবীর রায়

আমি গরীব দুখী পরিবার,কষ্টে চলে জীবন,
আমি সৎ নিভৃত মন,দুহাতে বাঁচার রণ।
জুড়েছি কাজে ধনীর ঘাটে,অলসতা সব ভুলে,
একমনে কাজ ক্রোধ ভুলে লাজ,ব্যথা ভুলি আঁখি ধুলে।
দিয়েছে আশা দেবে পোশাক বোনাস, নিত্য নব বছরে,
কেনযে মালিক সন্দেহে ঘেরে মোরে,মাস পাঁচের সফরে।
নূতন ভৃত্য রাখিয়া বলেন,রাখবি নজর করেনা চুরি,
লোকসানে প্রভু ছাঁটিলে মোরে,করেছিস তুই কেন জোচ্চুরি।
ভাগ্যরে শোধায় কিছুই জানিনে,কেমনে এ কি হলো,
নির্দোষে কেন সাজা পাইলাম,বিধাতা মোরে বলো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।