জন্মভূমি
- প্রবীর রায়

অলীক জগতের স্বপ্নে ঘেরা,আমার জন্মভূমি,
লালিত-পালিত মায়ের প্রেম,মা যে অন্তর যামী।
হিম ঘেরা মুকুট মস্তে,ফল ফুলে ভরা বক্ষ,
চরণ তলে জল তরঙ্গ, যুগ যুগান্তর সাক্ষ্য।
ত্রিজগৎ এর শ্রেষ্ঠ সেযে,জীবন্ত সব প্রাণ,
সম্পদে ভরা সর্ব সেরা,রঙিন তাঁর দান।
স্নেহে পূর্ণ মায়ার সে নীড়,রহিবে আজীবন,
ভাঙা-গড়ার ফল্গুধারায়,গর্বিত অবদান।
রবিরশ্মি,শশীর সারাই, খেলে, জোয়ার-ভাটায় স্নান,
তপ্ত মরুর কঠোর বাসায়,দিয়েছে বৃষ্টি জান।
অগ্নি,বায়ু, শত্রু, মিত্র,সবি এহেন বিরাজ,
রবি, দুখু, নরেন,সুভাষ, কতো সিপাহি সাজ।
এই ধরারি সুধাই গড়া,ভুলি রোষের হিসেব,
হিয়া চিরে অমৃত ঢেলে, দেখাই নব দিশে'।
পাপ ঘোচাতে প্রেম ফেরাতে,এই পণ নিলাম,
উগ্র,জঙ্গি, দুষ্ট মেরে,জানাবো তোমারে প্রণাম।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।