নবীন শিশু
- প্রবীর রায়
হে দেবতা করো সৃষ্টি, এক নবীন শিশু নব অগ্রদূত,
যে বাঁচাবে সমাজ,প্রাণ, সব জঞ্জাল মেটাবে অচ্ছুত।
ওহে নব শিশু তুমি জাগো, তুমি ধ্যান ভগ্ন করো,
তুমি বিশ্ব গোলকে নিত্য বাড়ো,শয়তান দ্বন্দ্ব নাশ করো।
তুমি জাগো ওহে আলোক শিশু, তুমি জাগো,
তুমি সমাজের বুকে বাঘের মতো, গর্জন করে ওঠো।
তোমার শক্তিতে ভণ্ডরা সব,কম্পিত হয়ে উঠুক,
তোমারি ডরে ধরার মাঝে,নব শতদল ফুটুক।
সাহসী কণ্ঠে বলো সবাইকে,আমি আছি ভয় নেই,
লড়াই বিবাদ হিংসা খুন, হবে বাক্সে বন্দি সেই।
ওহে ছোটো শিশু সাড়া দাও, তুমি চেয়ে দ্যাখো,
ছরিয়েছে পাপ কর্ম বিরত, চলমান তুমি রাখো।
একটি বার জেগে ওঠো,শুধু একবার তাকাও,
আমি আছি ভয় নেই,এই কথাটি বলে দাও।
ওহে নব শিশু তুমি,সত্য পথে চলো,
হিংসা লোভ কাম ক্রোধকে,বশ করো।
তবেই জীবনে জয়ী হবে,এই ধরা বাঁচিবে,
এদেশ বাঁচিবে,বাঁচিবে প্রতিটি প্রাণ।
ওহে নবীন শিশু তুমি জাগো,তুমি জাগো।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।