ধর্মঘট
- প্রবীর রায়

মানব জীবনের দৃঢ় সমস্যা, পরাজয় ধর্মঘট,
আটক হয় প্রাণ সকলের,এযেন চরমপথ।
নিন্দনীয় নাজেহাল করুণ দশা, হরতালের অবসর,
দাঙ্গায় লিপ্ত ঝঞ্ঝাট যুক্ত, ভাঙছে শতঘর।
মারামারি লুটপাট সাথে, মশাল হাতিয়ার,
ইটের বৃষ্টি মেতেছে বিরোধী, করছে ফায়ার।
ধর্মঘটের মূলে হলো,মানব বিরোধীতা,
জড়িত বেকার পুঁজিপতি, রাজনৈতিক নেতা।
কভু হাসাই কভু কাঁদাই,দুর্দিনের কোলাহল,
সংগ্রামেতে বদ্ধ সদাই, ভীষণ কৌতূহল।
করবে সদাই লড়াই তারা,ভয়াবহ আগমন,
ভাঙছে গারি ভীত নারী, শিকার জনগণ।
হিংসার ঝড়ে ভবিষ্যতের দ্বারে,কত হলো ক্ষয়ক্ষতি,
সরকারি খাতে উন্নতির পথে,স্তব্ধ অগ্রগতি।
দীনের নয়নে অঝোরে জল,দুর্বল হইল হিয়ার বল,
কতটা হারালো কতটা পেলো, জবাবে সিএম দেখায় ছল।
জনগণ বোকা বাক্স,করেনা প্রতিবাদ,চায়না হিসাব,
দমিয়ে রাখিতে বাবু সাহাব,দেবেন ভাষণে মিলন ভাব।
দুশোতে কেউ হচ্ছে শামিল, দিচ্ছে জীবন মৃত্যু পারি,
লুটছে নেতা লুকিয়ে নেশায়,পুড়ছে শত বাড়ি-গাড়ি।
ধর্মঘটের আঁধার দিনে,নামছে পথে চরম সঙ্কট,
ক্ষতবিক্ষত বহু অসহায়, মায়ের বুকে বাড়ে যানজট।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।