বার্তা
- প্রবীর রায়
শোনো হে গরীব, ধনী দুখী গণ,হিংসা করো বলিদান,
একে অন্যের দুর্দিনে হাত এগো, করোনা কভু অভিমান।
তবেই বহিবে জীবন সাগর, উদয়ন হবে নব সকাল,
খেলিবে জগৎ উন্মুক্ত কাননে,খুশিতে লাল হবে গাল।
বাঁচিবে মা ঘুচিবে আঁধার,ফুটিবে হেথায় কুসুম কলি,
বিরাজিবে প্রেম সকল হৃদে,ভালো বাসায় ব্যথা দলি ।
সমাজে যারা উঁচু তাঁরা,অট্টালিকায় বাসে,
ভুলছে ওরা দুখী ভাই-বোন,কাঁদছে বারোমাসে।
নিচু তলার ক্ষুধিত নগরী, ধূলি মাখা শরীর,
সময়ের গতিপথে সর্বহারা ওরা,দিক ভুলেছে তরীর।
টাকাকড়ির লোভী খেলা,মানুষের জীবন ভাসানো ভেলা,
ভাসছে ওরা অথই জলে,কূল কিনারা দিশাহীন বেলা।
আপন মোরা নই কেহ পর,পুষ্প কেঁদে বলে,
ভুলি ভেদাভেদ হাতে হাত রেখে,আসমান দেখে গলে।
এসো সবে এসো হে ছুটে, পুরনো ভাবনা ভুলে,
এসো জনগণ নিয়ে এ পণ,ফোটাবো প্রেম দুকূলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।