হার
- প্রবীর রায়
নেহাত ভীত নেহাত গরীব, পাগল ভাবি তাপস দা,
হারালো সব পেলোনা কিছু,মনটা তার সরল সাদা।
পিতামহ জ্ঞানের ভাণ্ডার, প্রাণের সুপ্ত আলোক ছটা,
আগামী দিনের ভবিষ্যৎ, নির্ভিক সেই ছোট্ট শিশুটা।
যখন যা আবদার তার, দিতে উদ্যত তৎক্ষণাৎ,
সুখের কাঁটা গলে বাঁধিল,ভীষণ নির্মম ঝঞ্ঝাট।
নিত্য দিনে বাড়িল সে,সোনার চামচ মুখে,
শিক্ষাতে অগ্রগামী সদাই, দুর্বলতা নেই বুকে।
কর্ম খোঁজে আড়ালে পলিটিক্স, ছদ্মবেশে গ্রাসে,
নিজ ফায়দা গুটোয় নেতা,বোকারা সব ফাঁসে।
ডিগ্রী পূর্ণ ফাইলের গাদি, পঁচছে নথী নিষ্কাম অকেজো,
চাকরী নেই বেকার ঘোরে,নেতা কহে ধন গুপ্তে ভেজো।
সংঘর্ষে কাটিল ছটি বছর, পিতৃ মরিল করিল পর,
মায়ার জগতে একা এখন সে,কাকা জ্যাঠা আছেন পাশে।
দোকান গড়েছে সংসার বাঁধিতে,বিবাহে বন্দী পারেনা কাঁদিতে,
হিংসাতে জ্বলে আপন জনেরা,আঘাত হানিতে করেন জেরা।
পাগল রুপী দেহ ক্লান্ত, মুড়ি খেয়ে চলে জীবন একান্ত,
রোগের আঁচর করেছে শীর্ণ, ফাটা ছেড়া দেহে বস্ত্র জীর্ণ।
পার্টির পেছনে ঘুরিয়া ছুটিয়া,জুতোর তলা ক্ষয়ে শেষ,
ভাঙিল ঘর বেচিল সব,অবসাদে মত্ত প্রাণ করিতে শেষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।