অনাথ কাঁদে
- প্রবীর রায়

অনাথ কাঁদে সড়ক ধারে,
অর্থ তার পরিচয় কাড়ে,
নেংটো শিশু ক্ষুধার লাগে,
আহার খোঁজে রাত্রি জেগে,
পোড়া রুটি,পঁচা ভাতে,
শোবার বস্ত্র 'পাতা পাতে,
লোভে লিপ্ত যুদ্ধে মানব,
মরেছে সৎ জন্মেছে দানব,
স্পর্শ দিতে ঘৃণা করে,
কাছে এলে তারে পাটকেল ছোড়ে,
দোষী নয় সে কেন সাজা পাই,
প্রেম না দিয়ে,দিলো আঘাত,ছাই,
মানুষ আছে মনুষত্য নেই,
অর্থ আছ, স্বার্থ নেই,
অন্তিম উপমা প্রাণ শেষ,
রবেনা কিছু হবে পরিশেষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।