শুভ্র কুহেলিকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
শুভ্র কুহেলিকা
.
............ ফাইয়াজ ইসলাম ফাহিম
.
শুভ্র কুহেলিকা করে শুধু প্রহেলিকা
শুভ্র কুহেলিকার মাঝে কিছু নেই,
আমিত্ব শুভ্র কুহেলিকার মাঝে বাস করে
তবুও শত মনুষ্য কৃতাঞ্জলিপুটে তাকে পাবার আশে
বিধাতার কাছে অর্চনা করে?
.
উষ্ণতা কে লাঘব করার জন্য শুভ্র কুহেলিকার
হেম পরশ পাওয়ার জন্য,
শুভ্র কুহেলিকার হামবড়া ভাব দেখে
অংশুমালী রেগে ওঠে।
.
শশকের মতো চঞ্চল, কাঁকলাসের মতো স্বভাব
শুভ্র কুহেলিকার!
কোন মনুষ্য কে আদর করতে চায় না
শুভ্র কুহেলিকা নিয়ে চিন্তিত অংশুমালী?
.
শুভ্র কুহেলিকার শুভ্র কায়া তাই বুঝি
তার মাঝে এ্যাত্ত মায়া,
আজ অংশুমালীও তার প্রেমে পড়েছে
নিজের তেজ কে ম্লান করতে।
.
কিন্তু শুভ্র কুহেলিকা লাপাত্তা
অংশুমালী কে ঘেষতেই দেয়না তার পাশে,
হেম রাণীর বর পেয়ে শুভ্র কুহেলিকা বলিয়ান
তাই অংশুমালী কিছু বলে না,
গতায়ু কাল ঘনিয়ে এসেছে শুভ্র কুহেলিকার।
.
আমিত্ব তার বক্ষে অ্যাটম বোম হয়েছে
যে কোন সময় বিস্ফোরিত হবে,
হে শুভ্র কুহেলিকা ভালবাসা কে সম্মান দাও
নিজের আমিত্বের বোম কে ম্লান করো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০১-০৯-২০১৭ ১৮:২৭ মিঃ
.
শশকের মতো চঞ্চল, কাঁকলাসের মতো স্বভাব
শুভ্র কুহেলিকার!
কোন মনুষ্য কে আদর করতে চায় না
শুভ্র কুহেলিকা নিয়ে চিন্তিত অংশুমালী

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।