অবলার কান্না
- প্রবীর রায়
জীবন চক্রে বদ্ধ সব জীব, একে অন্যের প্রাণ,
কান্না হাসির সুতোয় বাঁধা,পিতা মহের দান।
কুকুর হলো অবলা জীব,প্রেমের মোহ টানে,
ছানার খিদের ছটফট দেখে,ব্যকুলে কাঁদে পাণে।
একমুঠো আহার পেতে সারাদিন, তন্নতন্ন খোঁজে,
প্রভুর লাঠির বাড়ি খেয়ে,নিরাশায় আঁখি বোজে।
ছন্ন ছাড়া উচ্ছিষ্টে খুশি,ব্যথা প্রহার ভুলে,
সবটুকু খাবার কুড়িয়ে দিলো, বাছাদের মুখে তুলে।
নিজে অনাহারে ছানা কাঁদেরে,পুরিলনা তাদের উদর,
হায় কি কপাল নয়নে ভরে জল,পাইল উপহাস গিধড়।
খিদের জ্বালা নিভাইতে মা,বের করিল বমন,
পাগল রুপে ঝাঁপীয়ে পড়িল, ক্ষুধার্তে পাণে স্তন।
মিলেমিশে তারা থাকে সদা,বিপদে ঝাঁপীয়ে পড়ে,
ছানার কান্নাতে উগ্র খেপে,শিকারিরে ধাবিত করে।
প্রেম আদরে করছে বড়ো, কষ্ট ছায়া দূরে,
কেউ হারালে খুঁজিতে রত,দিবা রাত্র জুড়ে।
নিজের ক্ষুধার আগুন নেভাতে,স্বপ্নকে করে ভক্ষণ,
মানুষ কেন ছুটে আসেনা,বাঁচাতে অবলার জীবন।
ডাকছে শিশু মা-মা করে,কোথা হারালে তুমি,
শোনেনা মানব তাহার ওডাক,একি পবিত্র ভূমী?
সদ্য এলো ধরার মাঝে,প্রহার করে দানব,
করছে পৃথক বন্দি শিকলে,প্রতিবাদের নেই মানব।
কে বহিবে মৃত লাশ?কে ফেরাবে সুদিন?
অনুভব করো ওদের ব্যথা, নাশ করো দুর্দিন।
কি কারিশমা হায় দেবতার,বোঝা মুশকিল খেলা,
অবলা হওয়ার এতো ঘৃণা,পাওনা নিঠুর জ্বালা।
স্বপ্ন তাদের ভাসছে চোখে, গভীর অথই জলে,
ঝরে অশ্রু অবুঝ ভাষায়,দুঃখ সবি বলে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।