ভালবাসা নিয়ে যার দ্বারে দাড়াই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ভালবাসা নিয়ে যার দ্বারে দাড়াই
সেই ভালবাসা চায় ফ্রি আর করে নানান নাড়াই,
আজ আসেন পরশু আসেন দিবো ভালবাসার মূল্য
বেশি কিছু চাইবেন না অল্প দিবো মূল্য।
.
আপনার ভালবাসার দাম দিতে পারি
দিতে পারবো না পূর্ণ,
আপনি বেকার তবে আপনার
ভালবাসার ভান্ড পূর্ণ।
.
আপনার ভালবাসার মূল্য দিবো একদিন
দিতে পারবো না শত দিন,
আপনি যদি চাকুরী করতেন
আপনার ভালবাসা নিতাম প্রতিদিন?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।