তেজাব
- প্রবীর রায়
স্বাধীন দেশে বাঁচার অধিকার,সমানে নারী-পুরুষ,
কেন তবে ওরা কামের বশে,হারাই জ্ঞান হুঁশ।
নারীতে গড়েছে গোটা বিশ্ব,বেড়েছে প্রাণ জীবনে,
নারী যে হলো দেশমাতা,পূর্ণতা তারি স্তনে।
এখনো দেশে তেজাব রণে,মরছে ক্ষণে-ক্ষণে নারী,
কাঁদছে বহুমা শেষ সীমানা, ছেয়েছে শোক সাড়া বাড়ী।
অঙ্গ জ্বালিয়ে শিখা নিভিয়ে,ক্রোধেতে বাড়ায় যুবক,
প্রেম,ধর্ষণ,বধূ নির্যাতন, তেজাবে শাসাই বুর্বক।
কেন ভুলেছো মানব তুমি,মা নারীর ভ্রূণ তুমি,
বহু কষ্ট ব্যথা সয়ে,দেখিয়েছে এ বাস ভূমি।
কি দোষ নারীর বলো,কিবা অপরাধ?
কোন কারণে সাজা দাও,দাও অপবাদ।
সুন্দর বলে নাকি দুর্বল বলে,করছো শত প্রহার,
মিথ্যুক বলে নাকি সাহসী বলে,ছুরছো তেজাব হার।
নারী তুমি তেজাব হও,লড়ো দানবের সাথে,
তবেই তুমি মুক্তি পাবে, 'ঘাত-প্রতিঘাতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।