জন্মভূমির কান্না
- প্রবীর রায়
জন্মভূমি মোদের মা,মার চোখে জল কিসের?
হানাহানিতে জর্জরিত, কেন ভেদাভেদ শীর্ষের।
দিবানিশি আহ্বান মার,ওহে প্রাণ শোনো,
আমার লহূ বইছে শিরে, সর্ব জাতি জেনো।
নয় কেহ ছোট-বড়ো তোরা, আমার গর্ভে সৃষ্টি,
হিংসা ধনুক শব্দ তীর, নিখোঁজ সু দৃষ্টি।
জাতের নামে বজ্জাতির খেলাই, ভূলুণ্ঠিত জ্ঞান,
আঘাতে মত্ত তোমরাই দৈত্য,করছো ভূমি শ্মশান।
আজ কাঁদছে পবিত্র ভূমি, দোষী কে কিছু জানো?
আমরা দানব ভুলে মানব,বিষের ছোবল হানো।
সবে ব্যস্ত আমার করে,জীবন লোভে ক্ষত,
মানুষ হাসে মাযে কাঁদে,ব্যথায় মগ্ন রত।
কেউ কি নেই মুছিবে যে,ভূমাতার জ্বালা কান্না?
কেউ কি নেই বাঁচাবে মাকে,ফেরাবে শান্তি প্রেরণা?
প্রাণ শিকারি অস্ত্র হাতে,ছুড়ছে বাণ লক্ষ্যে,
গোড়াতে দূষণ ছিনছে আসন,আপন-আপন দক্ষে।
আমি না রহিলে,রহিবেনা কেহ,সৃষ্টি হবে লুপ্ত,
ভুলিয়া লোভ মনের ক্ষোভ,করহে জীবন উদীপ্ত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।