মেলার প্রাঙ্গণ
- প্রবীর রায়
শীতের ছোঁয়ার উষ্ণ রোদে,রাত ছুটি দেয় মেলা,
খুংসুটি আর রোশনাই এ ঘেরা,ফিরিল ছেলেবেলা।
মায়ের হাতের নখটি ধরে,এগিয়ে যেতাম পথে,
মজার-মজার স্বপ্ন যেন,দুষ্টু চোখে ভাসে।
ঝটপট করে সাজিলাম আমি,মনটা কৌতূহল,
শরীর পথে আত্মা সেথাই,উৎসাহে ভড়া পল।
যাচ্ছে গ্রামের সকল মানব,বুড়ো-জোয়ান-খোকা,
লুটছে টাকা রাঘববোয়াল, সাধারণ মানুষ বোকা।
রংবাহারি সাজ পোশাকে,উজ্জ্বল প্রতিভা,
কষ্ট ব্যথা ভুলে গিয়ে,প্রণামি প্রতিমা।
সাড়ি সাড়ি দোকান নাগরদোলা, কাঠ বস্ত্রে ভরা,
লোভ আনন্দে উদর যেন,খোশ মেজাজে গড়া।
পথ মাঝে বহুলোক সাথে, ভুলে ভেদাভেদ চলে,
ধনী,গরীব,মুচি,মেথর, অন্যরা দলে-দলে।
ছোটদের খেলনা বড়দের সার্কাস, লটারি খেলা কোনে,
খাবারে বহুপদ ছবি সাথে বই, গ্যাজেট কেনে বোনে।
আস্থার বন্ধনে ফুল প্রসাদে,মারে করি অর্পণ,
আশীসে দেন বরদান সবে,তিনি আগামী দর্পণ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।