দায়টা কার?
- অনির্বাণ মিত্র চৌধুরী

কি দোষ ছিল মেয়েটির? মাত্র তো এগারো বছরের
শরীরে তার এখনো লাগে নি ছোঁয়া নারীত্বের।
পাষন্ডের দল দিল না রেহাই অবুঝ শিশুটিরে
দিনের পর দিন চলে নির্যাতন আটকে রেখে ঘরে।
৫৫টি দিন - কি নিদারুণ কষ্টেই না কেটে গেছে তার
কে দেবে তার সম্ভ্রমের দাম? কে নেবে এর দায়ভার?
চুপ মেরে আছে সুশীল সমাজ, অন্ধ আজ প্রশাসন
আরো যে আছে আইনের প্যাঁচে পার পাবার আয়োজন।
ধর্ষক আজ মুচকি হাসে, আর ধর্ষিতা পায় লাজ
ধর্মের লেবাসে আজ সিদ্ধ হয় যত্তসব অপকাজ।
কেউবা আবার সাফাই গাইছে, কেউবা বাজায় বগল
মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে দেহ ধরেই আছে কেবল।
কে হিন্দু, কে মুসলমান - কি যায় আসে তাতে?
প্রতিবাদী আজ হতেই হবে, সবে মিলে একসাথে।
জাগলে জনতা হবেই হবে ঐ নরপশুদের বিচার
এক এক করে শাস্তি পাবে, কেউ পাবে না পার।

শোন রে ধর্ষক,
ফুঁসছে জনতা, বাড়ছে ক্ষোভ;?
বাঁচতে চাইলে পালা
হাতের কাছে পেলে তোর লিঙ্গ কেটে
কুত্তাকে খাওয়াব শালা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।