ভালবাসার ফুঁ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

.
তোমার পদ্মলোচন চোখে ঘুম কেন আজ
বলো হে তিলোত্তমা,
দিবো কি তোমার চোখে ভালবাসার ফুঁ
চোখ নিমীলিত করতেই পারবে না
অনিমেষ দৃষ্টিতে দেখবে তোমার বরকে শুধু!
.
নিমেখেই তোমার চোখের তারকা উন্মাদ হবে
তোমার চোখের শিরা- উপশিরায়
ভালবাসার ঝড় বইবে।
.
হে তিলোত্তমা তখন তোমার চোখ লাল হবে
কবোষ্ণ অশ্রুতে প্লাবিত হবে তোমার
ক্লহারময় বদনখানি,
চোখের কোণায় জমবে অস্থিরতার পিন্ড
যা দিয়ে তোমার প্রিয়তা কে জ্বালাতন করতে
দহন করতে তার হৃদপিন্ড।
.
তোমার চোখে দিবো কি ভালবাসার ফুঁ
বলো হে তিলোত্তমা,
একবার বলো, নিশ্চুপ থেক না
দেখ আমার ভালবাসার ফুঁতে কত জাদু?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৯-২০১৭ ২০:১৪ মিঃ

তোমার চোখে দিবো কি ভালবাসার ফুঁ
বলো হে তিলোত্তমা,
একবার বলো, নিশ্চুপ থেক না
দেখ আমার ভালবাসার ফুঁতে কত জাদু?