ভালবাসার ফুঁ
- ফাইয়াজ ইসলাম ফাহিম
.
তোমার পদ্মলোচন চোখে ঘুম কেন আজ
বলো হে তিলোত্তমা,
দিবো কি তোমার চোখে ভালবাসার ফুঁ
চোখ নিমীলিত করতেই পারবে না
অনিমেষ দৃষ্টিতে দেখবে তোমার বরকে শুধু!
.
নিমেখেই তোমার চোখের তারকা উন্মাদ হবে
তোমার চোখের শিরা- উপশিরায়
ভালবাসার ঝড় বইবে।
.
হে তিলোত্তমা তখন তোমার চোখ লাল হবে
কবোষ্ণ অশ্রুতে প্লাবিত হবে তোমার
ক্লহারময় বদনখানি,
চোখের কোণায় জমবে অস্থিরতার পিন্ড
যা দিয়ে তোমার প্রিয়তা কে জ্বালাতন করতে
দহন করতে তার হৃদপিন্ড।
.
তোমার চোখে দিবো কি ভালবাসার ফুঁ
বলো হে তিলোত্তমা,
একবার বলো, নিশ্চুপ থেক না
দেখ আমার ভালবাসার ফুঁতে কত জাদু?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১২-০৯-২০১৭ ২০:১৪ মিঃ
তোমার চোখে দিবো কি ভালবাসার ফুঁ
বলো হে তিলোত্তমা,
একবার বলো, নিশ্চুপ থেক না
দেখ আমার ভালবাসার ফুঁতে কত জাদু?

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।