মা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মা কি করে বোঝাব তোমায় ভালবাসি
যত দূরে যাই,
ততই কেমন জানি একা লাগে।
.
এখানে বকা দেওয়ার কেউ নেই
আদর করার কেউ নেই মা
দম্ভ বন্ধ হয়ে যায় এই ইট-পাথরের শহরে।
.
মা! কি করে বলবো তোমায়
আমি ভাল নেই,
তোমার পরশ নেই
তোমার ছোঁয়া নেই
বাবা বলে কেউ ডাকে না।
.
মা কি বলবো তোমায়
কত তোমায় জ্বালিয়েছি- পুড়িয়েছি,
আজ কিসে আমার চোখে জল
কিসে তোমার জন্য মাতোয়ারা এ মন।
.
প্রতি ক্ষণে ক্ষণে মন করে আমার ক্রন্দন
মা কেন এমন হল,
বলে দাও আমায়
রাত যায় দিন যায় একবারোও দেখি না তোমায়।
.
মা যেতে চায় মন তোমার কাছে
শতবার তোমার কাছে যেতে চাই
কিন্তু সেই সময় কভু নাহি মোর আসে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১২-০৯-২০১৭ ২০:১৫ মিঃ
মা যেতে চায় মন তোমার কাছে
শতবার তোমার কাছে যেতে চাই
কিন্তু সেই সময় কভু নাহি মোর আসে

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।