শ্মশ্রুতে অশ্রু
- ফাইয়াজ ইসলাম ফাহিম

শ্মশ্রুতে অশ্রু
পাগল নয়নের ভালবাসায় শশ্রু সিক্ত,
প্রিয়সীর অভিমান তবুুও ভাঙ্গে না
আমার প্রতি তিক্ত।
.
শুশ্রূষা কে করবে আমায়
কে করবে অশান্ত মন কে শান্ত!
কে করবে আমায় প্রাণবন্ত
একুশ বসন্ত পার হয়ে গেছে
এখনো আসেনি আমার বসন্ত।
.
প্রিয়সী আমার প্রতি উদাস
করে আমায় দেখে
প্রিয়সী করে হা- হুতাশ।
.
প্রিয়সী তুমি ভাল থেক
থাক তুমি সুখে
অশ্রুর শুশ্রূষা নিয়ে শ্মশ্রু
আছে বেশ সুখে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০৯-২০১৭ ২০:১৬ মিঃ

শ্মশ্রুতে অশ্রু
পাগল নয়নের ভালবাসায় শশ্রু সিক্ত,
প্রিয়সীর অভিমান তবুুও ভাঙ্গে না
আমার প্রতি তিক্ত।